যশোর জেলাটি আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এর একটি অঞ্চল, এটি খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ২৬০৬.৯৪ বর্গ কিমি।
যশোরের পশ্চিমে রয়েছে ভারত, পূর্বে রয়েছে নড়াইল জেলা, দক্ষিনে অবস্থিত খুলনা জেলা এবং উত্তরে অবস্থিত যথাক্রমে ঝিনাইদহ ও মাগুরা জেলা।
টিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম স্বাধীন হওয়ার গৌরব বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই যশোর জেলা।
যশোর নাম করণীয় কিছুটা মতভেদ রয়েছে,কারো মতে যশোহর থেকে যশোর আবার কার মতে আরবী যছর থেকে যশোর।যার অর্থ সেতু বা সাঁকো,তবে ঐতিহাসিকদের মতে,গৌড়ের রাজাকে স্মরণ করে রাজা বিক্রমাদিত্য যে রাজ্য প্রতিষ্ঠা করেন সেই যশোর থেকে যশোর নামের উৎপত্তি হয়েছে
।1555 খ্রিস্টাব্দে বর্তমান যশোর খুলনা কুষ্টিয়া বনগাঁ এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে প্রতিষ্ঠিত হয় যশোর রাজ্য, 1747 সালে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়,তবে 1781 সালে ব্রিটিশ শাসকগণ যশোরকে জেলা হিসেবে ঘোষণা করেন,
1787 সালে এখানে নির্মিত হয় দৃষ্টি নন্দন স্থাপত্য অনন্য নিদর্শন যশোর কালেক্টটর ভবন। এটি ছিল সে সময় বাংলার দীর্ঘতম ভবন,মূল কাঠামো নান্দনিক সৌন্দর্য অক্ষুন্ন রেখে ,1982 সালে এটিকে দোতালায় রূপান্তর করা হয়. বর্তমানে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে,
যশোর কে বলা হয় দেশের প্রথম ডিজিটাল জেলা, 20 শে ডিসেম্বর 2012 সালে যশোর কে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা,যশোর জেলার এক মহা গৌরব এর নাম মাইকেল মধুসূদন দত্ত,যাকে বাংলা সাহিত্যের সনেট এবং অম্রিতাক্ষর ছন্দের প্রবর্তক বলা হয়, তিনি প্রথম বাংলা ভাষার মহাকাব্যের রচয়িতা,
যে কারনে বিখ্যাত!
যশোর জেলা খই, খেজুর গুড় ও জামতলার
মিষ্টির জন্য বিখ্যাত।
তাছাড়া যশোর জেলাটিকে বাংলাদেশের ফুলের
রাজধানী বলা হয়।
জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:-
বেনাপোল স্থল বন্দর
ভাতভিটা
মীর্জানগর হাম্মামখানা
মাইকেল মধুসূদন দত্তের বাড়ী
ফুলের হাট গদখালি
হাজী মুহাম্মদ মহসিনের ইমমবাড়ী
বাঘানায়ে খোদা মসজিদ
পুড়াখালী বাওড়
খড়িঞ্চা বাওড়
বুকভরা বাওড়
,
মোট ৮টি উপজেলা নিয়ে এ জেলাটির প্রশাসনিক
কার্যক্রম বিস্তৃত।
যশোর জেলাটিতে রয়েছে:
উপজেলা ৮ টি
পৌরসভা ৮ টি
ইউনিয়ন ৯৩ টি
গ্রাম ১৪৭৭ টি
মৌজা ১০৩৬ টি
থানা ৯ টি
পুলিশ ফাড়িঁ ৩৫ টি
মোট সীমান্তের দৈর্ঘ্য ১৪২ কিলোমিটার
বিডিআর ক্যাম্প ১৮ টি
মসজিদ ২,৮৮৮ টি
মন্দির ৩৩৯ টি
গীর্জা ১৪ টি