আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার খেলতে না পারার আসল কারণ ও সত্য ফাঁস

 আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার খেলতে না পারার আসল কারণ ও সত্য ফাঁস


আমরা অনেক সময় দেখে থাকি আইপিএলে বাংলাদেশি প্লেয়ার কম খেলে থাকে এবং যে প্লেয়ার গুলো চান্স পেয়ে থাকে. সেগুলো অনেক সময় দলে খেলানো হয় না এর পেছনের কারণ কি ? আজকে আমরা জানতে চলেছি 


 

আফগানিস্তান দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে ২০১৮ সালে। আর  এদিকে ২০০০ সাল থেকেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য বাংলাদেশ। তবুও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের চেয়ে বেশি ক্রিকেটার খেলে থাকেন আফগানিস্তান প্লেয়ার।






 

আইপিএলে বাংলাদেশের নিয়মিত দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ২০১০ সালের পর থেকেই আইপিএলে নিয়মিত খেলছে সাকিব। আর ২০১৬ সাল থেকে আইপিএলে অন্যতম আকর্ষণ হল কাটার মুস্তাফিজ। সাবেক ভারতীয় ক্রিকেটার দ্বীপ দাসগুপ্ত জানিয়েছেন আইপি এলে কেন বাংলাদেশের বেশি ক্রিকেটার খেলতে পারেন না।


                                                                       

দ্বীপ দাশ গুপ্ত এই সম্পর্কে নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আইপিএলে যারা খেলতে আসে তাদের বেশিরভাগ আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকে। দ্বিতীয়ত অনেকে বিশ্বজুড়ে নানান টি-টোয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছে। আর এসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স সবসময়ই মূল্যায়িত হয় বা মূল্যায়ন করা হয়। আইপিএলের দলগুলো  বরাবর দেখে যে ক্রিকেটাররা বিগ ব্যাশ বা সিপিএলে কেমন খেলছে।’





 

দ্বীপ দাশ গুপ্ত এই সম্পর্কে বাংলাদেশি খেলোয়াড়দের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, যখন বাংলাদেশি খেলোয়াড়রা বেশি বেশি বিভিন্ন লিগে খেলা শুরু করবে, এবং ভালো খেলবে,তখন তাদের পারফরম্যান্স আরও বেশি বেশি সামনে আসবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের। তখন হয়তো আমরা আইপিএলেও আরও বেশি বাংলাদেশি ক্রিকেটার দেখতে পাবেন।



Leave a Reply

x