আগামী সপ্তাহে লঞ্চ হবে Xiaomi Mi 11 আর Xiaomi Mi 11 Pro

আগামী সপ্তাহে লঞ্চ হবে Xiaomi Mi 11 আর Xiaomi Mi 11 Pro




   Xiaomi Mi 11 এবং Xiaomi Mi 11 Pro-এর কাজ শুরু করে দিয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই টেক সামিটের অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে অনেক নেক্সট জেনরেশনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনও লঞ্চ করা হবে, যার মধ্যে রয়েছে শাওমির এমআই ১১ সিরিজও।

Xiaomi Mi 11 Pro ফোনে কোয়াডএইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হবে। ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 120 হার্টজ। উল্লেখযোগ্য, Xiaomi Mi 11 Pro-তে কিছু ফিচার্স MIUI 12 বিটা কোডও সাপোর্ট করবে। এতে MEMC, SDR-to-HDR আপম্যাপিং আর AI অ্যাপস্কেলিংও রয়েছে।


Xiaomi Mi 11 ফোনটি তে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। সঙ্গে থাকতে পারে 12 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর।


অন্য দিকে Xiaomi Mi 11 Pro-এর ক্যামেরা সামনের অবজেক্টকে সহজেই ডিটেক্ট করতে সক্ষম হবে। Mi 11 ফোনটিতে ১১০ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্তা রাখা হবে এবং Mi 11 Pro-তে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্তা রাখা হবে।


Xiaomi Mi 11 ফোনটিতে RMX2194 গিকবেঞ্চে মডেল নাম্বারযুক্ত। কোয়ালকমের স্ন্যাপড্রাগন 875 চিপসেট, এবং 6GB RAM সাথে অর্ন্তভুক্ত করা হয়েছিল। এটি অন্য র‌্যাম ভ্যারিয়েন্টেও উপলব্ধ হবে। ফোন ২টিতে অ্যান্ড্রয়েডের ভার্সনে 11 রাখা হইছে। Xiaomi Mi 11 সিরিজের দুটি ফোনেই একই চিপসেট থাকবে বলে জানিয়েছেন কর্তিপক্ষ।

Leave a Reply

x