কীভাবে বুঝবেন আপনার মোবাইল বৈধ না অবৈধ
অবৈধ ও নকল মোবাইল ফোন বন্ধে আগামী ২০২১ সালের এপ্রিল মাস থেকে প্রযুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি।
২০২১ সালে প্রযুক্তিটি চালু হলে অবৈধ মোবাইলে আর কোন সিম ব্যবহার করতে পারবে না গ্রাহকরা।
কিভাবে বুঝবেন ফোনটি বৈধ না অবৈধ জেনে নিন..
আপনার ফোনটি বৈধতা যাচাইয়ের পদ্ধতি হলো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে 16002 নম্বরে পাঠাতে হবে।
IMEI নাম্বার কিভাবে বের করবেন?
আপনার ফোনের ব্যাটারির নিছে স্টেকারে লেখা থাকে IMEI নাম্বার। অথবা আপনার মোবাইলে *#06# ডায়াল করার মাধ্যমে মোবাইলের IMEI দেখতে পারবেন।
IMEI নম্বর কী?
IMEI নাম্বার মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি একটি ১৫ ডিজিটের নম্বর, যা কোনো মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে। যার মাধ্যমে ফোনটি কার, কোথায় থেকে ব্যবহার করা হচ্ছে, কোন ফ্যাক্টরিতে এটি তৈরি করছেন।