ডেল ল্যাপটপ নিয়ে এল সিঙ্গার

 

   একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ নিয়ে এসেছে সিঙ্গার বাংলাদেশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) সিঙ্গার হেডকোয়াটার্সে এই ল্যাপটপের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, হোলসেল ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, ডেল টেকনোলজিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডেল একাদশ প্রজন্মের তিনটি নতুন মডেলের ল্যাপটপ- ইন্সপায়রন 5402, ইন্সপায়রন 7306 এবং ইন্সপায়রন 5406 অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। ইন্সপায়রন 5402 ল্যাপটপে রয়েছে একাদশ প্রজন্মের কোর আই-5-1135 G7 প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এমএক্স-330 দুই জিবি ডিডিআর৫ গ্রাফিক্স, 14 ইঞ্চি ফুল এইচডি (1920 x 1080) ন্যারো বর্ডার 300 নিটস ডাব্লিউভিএ ডিসপ্লে, 512GB এসএসডি স্টোরেজ এবং 8GB ডিডিআর র্যাম। ইন্সপায়রন 5406 (টু ইন ওয়ান) ল্যাপটপও একই ধরনের স্পেসিফিকেশন সম্বলিত।


ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স সম্বলিত 13.3 ইঞ্চি এফএইচডি ট্রু লাইফ টাচ ন্যারো বর্ডার ডাব্লিউভিএ ডিসপ্লে সমৃদ্ধ ইন্সপায়রন 7306 (টু ইন ওয়ান) বাজারে আরেকটি নতুন চমক।


এসব ল্যাপটপের সাথে ক্রেতারা উইন্ডোজ 10 হোম, ম্যাকাফির সুরক্ষা এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন।


ভিজিট করুন: www.singerbd.com এই সাইটে।

এইচএস/এমএসএইচ/এএসএম

Leave a Reply

x