দেশে ৫-জি ইন্টারনেট সেবা চালুর তারিখ ঘোষনা
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন জানিয়েছেন পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫-জি ১২ ডিসেম্বর চালু হবে বলে।
আজ শনিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, টেলিটক পরীক্ষামূলকভাবে ৫-জি চালু করবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সাহাব উদ্দিন আরও বলেন, গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে রাজধানীর দুইশ স্থানে ৫-জি চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে ৫-জি সেবা বিস্তৃত করা হবে। গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ঢাকায় আগামী ডিসেম্বর মাসের কোনো একদিন পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা (৫-জি) পরীক্ষামূলকভাবে চালু হবে। সেটা হতে পারে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে। অথবা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করবে।