নতুন আপডেট হাজির OnePlus 9 ও OnePlus 9 Pro

নতুন আপডেট হাজির OnePlus 9 ও OnePlus 9 Pro 

 

নতুন আপডেট হাজির OnePlus 9 ও OnePlus 9 Pro

 

 

সাম্প্রতিক কালে বেশ কিছু বাগ নিয়ে অভিযোগ করে আসছিলেন OnePlus 9 ও OnePlus 9 Pro ব্যবহারকারীরা।

 

ক্ষোভ মেটাতে এবার তড়িঘড়ি ওই দুই স্মার্টফোনে অক্সিজেন ওএসের নতুন সফটওয়্যার আপডেট দিল ওয়ানপ্লাস। সংস্থার দাবি, এতে পূর্বে যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছিল, তার সমাধান হয়ে যাবে। সঙ্গে নতুন সিকিউরিটি প্যাচও যুক্ত করা থাকছে।

 

 

ভারত ও ইউরোপে OnePlus 9 ইউজারদের কাছে আপডেটটি যথাক্রমে LE2111_11.C.46 এবং LE2113_11.C.46 ফার্মওয়্যার ভার্সনের সংস্করণের সাথে এসেছে‌।

 

আবার এই আপডেটটি OnePlus 9 স্মার্টফোনের ভারতীয় এবং ইউরোপীয় ব্যবহারকারীদের কাছে যথাক্রমে LE2121_11.C.46 এবং LE2123_11.C.46 ফার্মওয়্যার ভার্সনের সাথে আসা শুরু করেছে।

 

লেটেস্ট আপডেটে সিস্টেম স্টেবিলিটি ইমপ্রুভমেন্ট, মাঝে মাঝে স্ক্রিন ব্লার বা ঝাপসা হয়ে যাওয়ার সমস্যা সমাধান, হঠাৎ হঠাৎ অ্যালেক্সা অ্যাপ্লিকেশন ক্র্যাশ হওয়ার সমস্যা ফিক্স করা হয়েছে‌।

 

 

আবার অ্যান্ড্রয়েডের সিকিউরিটি প্যাচ লেভেলও ফেব্রুয়ারি মাসে আপডেট করা হয়েছে।

 

 

এছাড়াও, ইউরোপের ব্যবহারকারীরা 5G নেটওয়ার্ক রেজিস্টার করতে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তারও ফিক্স রয়েছে ওই আপডেটে। প্রসঙ্গত, ওটিএ আপডেটটি ব্যাচ ধরে রোলআউট চলছে। এতএব, প্রত্যেক ব্যবহারকারীর পৌঁছনো একটু সময়সাপেক্ষ ব্যাপার।

Leave a Reply

x