নতুন বছর থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
Android Phone, bd tech news |
২০২১ সাল থেকে অবৈধভাবে আমদানি করা বা নকল ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন (IMEI) নম্বরের মোবাইল হ্যান্ডসেটগুলো আর ব্যবহার করা যাবে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ (BTRC) অবৈধভাবে আমদানি ও শুল্ক ফাঁকি রোধ করতে ২ বছর ধরে প্রযুক্তি নিয়ে কাজ করছে।
(BTRC) সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা একটি প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে যা হ্যান্ডসেট গুলিতে সিম কার্ডের সেবা বন্ধ রাখবে। এই মাসে এটি চালুর কথা ছিলো। মহামারী করোনা-ভাইরাস এর কারনে তা সম্বব হয় নি।
তিনি আরো বলেন আমরা সফটওয়ার উন্নয়নের দরপত্র প্রক্রিয়া শেষ করছি । আমরা ২০২১ সালের জানুয়ারি মাসে থেকেই এটি বাস্তবায়িত করবো।
(BTRC) মতে, বাংলাদেশি মোবাইল নির্মাতাদের তথ্য অনুযায়ী ১১৮.২২ মিলিয়ন (IMEI) নম্বর একটি ডাটাবেজে যুক্ত করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, কোনো (IMEI) নাম্বার যদি অনিবন্ধিত থাকে, তাহলে সেটি নকল এবং তা অবৈধভাবে দেশে আনা হয়েছে।
যারা জানে নাই IMEI নাম্বার কিভাবে খেজে পাবেন। আপনি *#০৬#-এ ডায়েল করুন সাথে সাথে মোবাইলের ইস্কেনে IMEI নাম্বার খুঁজে পাবেন। আপনার IMEI নিবন্ধিত কিনা সেটা জানতে আপনার মোবাইলের SMS অপশনে গিয়ে KYD স্পেস দিয়ে আপনার IMEI নাম্বারটি লিখে 16002 নাম্বারে পাঠিয়ে দিন, তারপরে আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে।
BTRC কর্মকর্তাদের মতে, বর্তমানে বাংলাদেশের ১০ কোটি মোবাইলের মধ্যে প্রায় ৩০ শতাংশ অবৈধভাবে আমদানি করে ব্যবহার করছেন।