নতুন TV Remote গুগল হোম অ্যাপে

নতুন TV Remote গুগল হোম অ্যাপে


নতুন TV Remote গুগল হোম অ্যাপে



গুগল হোম অ্যান্ড্রয়েড অ্যাপটি হালনাগাদ করেছে গুগল। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড টিভি, গুগল টিভি ও এনভিদিয়া শিল্ডের মতো অন্যান্য ডিভাইসের জন্য একটি রিমোট যুক্ত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অনেকে প্রায়ই তাদের রিমোটটি হারিয়ে ফেলেন বা খুঁজে পান না। এক্ষেত্রে বিকল্প সহায়ক হতে পারে গুগল হোমের নতুন এই ফিচার। এটি ব্যবহারের জন্য যে ডিভাইস নিয়ন্ত্রণ করতে চান সেটির গুগল হোম অ্যাপের পেজে যান এবং তারপর পেজের নিচে বাম কোণে রিমোট খুলুন অপশনে ক্লিক করুন।

যদিও গুগল হোমের এই ভার্চুয়াল রিমোট কন্ট্রোল বৈশিষ্ট্য এখন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই চালু হয়েছে। তবে আইওএস অ্যাপে তা সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে ইতোমধ্যে গুগল অ্যাপের মাধ্যমে একই ধরনের ভার্চুয়াল রিমোট এবং দ্রুত সেটিংসে রিমোট টাইল ব্যবহারের বিকল্প রয়েছে।

আইওএস ব্যবহারকারীরা এখনও এসব ব্যবহার করতে পারবে না। ঠিক কবে নতুন গুগল হোম রিমোট ফিচার আইওএসে চালু হবে সেই বিষয়ে গুগল এখনও কিছু জানায়নি। তাছাড়া নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য খুব বেশি সহায়ক হবে না।

Leave a Reply

x