বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সারা বিশ্বে বর্তমানে ফেসবুক ব্যবহার করছেন প্রায় ৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। নিজেদের ব্রান্ড নাম পরিবর্তনের পর ফেসবুক এবার তাদের নিউজফিডের নাম বদলে ফেলছে। এখন থেকে নিউজফিডকে বলা হবে ‘ফিড’।
অর্থাৎ নিউজফিড শব্দটি থেকে ‘নিউজ’ কথাটি বাদ দিয়ে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার ফেসবুকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে এক ই–মেইলে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, এটি কেবল নাম পরিবর্তনের ঘটনা। ফেসবুকের ফিড হিসেবে মানুষ যে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পান, তা তুলে ধরতেই এ পরিবর্তন আনা হচ্ছে। এ পরিবর্তনের ফলে ফেসবুক অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। আগের মতই ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারবে।
প্রতি মাসে বিশ্বে ২৮৯ কোটির বেশি মানুষ ফেসবুক অ্যাপ ব্যবহার করছেন। সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের প্ল্যাটফর্ম তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে বলে সমালোচনার মুখে পড়েছে।
প্রসঙ্গত,ফেসবুকের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় পতন ঘটেছে বলে জানিয়েছে এর মূল কোম্পানি মেটা নেটওয়ার্কস। তাদের হিসাবে ফেইসবুকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী বা ডিএইউ ডিসেম্বর পর্যন্ত শেষ তিন মাসে ১৯২ কোটি ৯০ লাখে নেমেছে, যা আগের তিন মাসে ছিল ১৯৩ কোটি।