পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ PMGCC Job Circular 2021 jobs media bd

পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ PMGCC Job Circular 2021 jobs media bd


আপনি কি পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সন্ধান করছেন? আজ পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


আবেদন শুরুঃ ১৭ নভেম্বর, ২০২১ 

আবেদন শেষঃ ০৭ ডিসেম্বর, ২০২১ 


আবেদন লিংকঃ http://pmgnc.teletalk.com.bd

পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম চাকরির  বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ:




চাকরির ধরন                   সরকারি চাকরি

জেলা নাম                   উল্লেখিত জেলা পদে পাশে

প্রতিষ্ঠানের দাতা নাম পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়

অফিসিয়াল ওয়েবসাই      post.rajshahidiv.gov.bd

পদ সংখ্যা                 ০৮ টি

খালি পদ                 ৫৭ জন

শিক্ষাগত যোগ্যতা     অষ্টম/এসএসসি

আবেদনের ফ্রি     ৫৬/১১২ টাকা

আবেদনের শুরু তারিখ ১৭ নভেম্বর, ২০২১

আবেদনের শেষ তারিখ   ০৭ ডিসেম্বর, ২০২১

আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা  ও নাগরিকহতে হবে। আগ্রহী প্রার্থীর বয়স ২৫.০৩.২০২০ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। এক্ষেত্রে যদি মুক্তিযোদ্ধার পুত্র কন্যা/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। কিন্তু কোন মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যাদের (নাতি-নাতনিদের) বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর হলে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।






আমরা আপনাকে জানাতে পেরে খুশি যে, সম্প্রতি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  বিজ্ঞপ্তিটি হলো পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম ২০২১ । আপনি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা ও সকল  নির্দেশনাবলী/নিয়মাবলী তথ্য সংক্রান্ত বিষয় বস্তু এখানেই পাবেন । আপনি যদি নিজেকে সঠিক প্রার্থী মনে করেন তবে পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম অংশ নিতে যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে আবেদন ফর্মটি পূরণ করুন। 

পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি



পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর-পূর্বাঞ্চল-চট্টগ্রাম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি




অনলাইন ফরম পূরণ করার পদ্ধতি 

(১) পরীক্ষার ফি জমা দিতে পারবেন। (২) online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গীন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

(৩) আগ্রহী প্রার্থী  online-এ আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাজে ব্যবহৃত হবে, সেহেতু online এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী যাচাই-বাছাই করে নিজে শতভাগ নিশ্চিত হবেন।

 

(৪) আগ্রহী প্রার্থী online-এ পূরণকৃত আবেদনপত্রের রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক ডকুমেন্ট হিসাবে আবশ্যিকভাবে সংরক্ষণ (ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: online-এ আবেদন (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে করবেন।

 

আগ্রহী প্রার্থী নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করে নিজ ছবি, স্বাক্ষর এবং User ID যুক্ত একটি Applicant’s কপি প্রাপ্ত হবেন। এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS প্রেরণ করে পরীক্ষার ফি বাবদ যে কোন চাকরির পদসমূহের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalkএর সার্ভিস চার্জ ১২/- টাকা সহ মোট ১১২/- (একশত বার) টাকা এবং তার নিম্ন পদসমূহের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalkএর সার্ভিস চার্জ ৬/- টাকা সহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা মাত্র অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও  মনে রাখবেন পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত online-এ Submit কৃত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি: প্রথম SMS

PMGNC<space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: PMGNC ABCDEF

Reply Come: Applicant’s Name, Tk. 112/Tk56 Will be charged as an application fee. Your To pay fee Type PMGNC<space> Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 তে।

PIN is 12345678

for post XXXXXXXXXX

দ্বিতীয় SMS: PMGNC<space> Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 তে।

Example: PMGNC Yes 12345678

Reply Congratulations! Applicant’s Name, payment completed successfully for PMGNC Application

User ID is (ABCDEF) and Password (XXXXXXXXXX).

চাকরির যেকোনো তথ্য পেতে জবস মিডিয়া বিডির সঙ্গেই থাকুন আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন 

fire service and civil defence job circular–ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি – 2021

Bangladesh Insurance Association (BIA) Job Circular 2022 jobs media bd 

One Response

  1. নামহীন February 3, 2022

Leave a Reply

x