প্রথমবার ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে iphone

 

প্রথমবার ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে iphone

প্রথমবার ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে iphone


iphone ইতি মধ্যে বাজারে সবোর্চ্চ ১২ মেগাপিক্সেল ক্যামেরা লঞ্জ করছেন iPhone 12 সিরিজ। Apple-এর পরবর্তী আইফোন সিরিজ (iPhone 13)-কে ঘিরে জল্পনা শুরু হয়েছে।



সবকিছু ঠিক থাকলে  আগামী সেপ্টেম্বরে এই iphone 13 স্মার্টফোনগুলি লঞ্চ হতে পারে।

অন্যদিকে অ্যাপল অ্যানালিস্ট মিং চি কুও আগামী বছরের আইফোন (iPhone 14) সিরিজ সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করে বলেন, ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং (অগমেন্টেড রিয়েলিটি) নিয়ে ২০২২ সালের মাঝামাঝিতে iphone 14 লঞ্জ করা হবে।

কুও আরও বলেন, ২০২২-এর আইফোনগুলির জন্য সরবরাহের একটি বড় অংশ লারগান (Largan) এবং যুজিংগাং (Yujingguang)-এর তরফ থেকে হবে। তবে লারগান, এখন iPhone 13-র লেন্সের উপাদানের ওপর কাজ করার জন্য তেমন উৎসাহী নয়, বরঞ্চ তারা বেশি লাভের জন্য অ্যান্ড্রয়েডে আরো বেশি বিনিয়োগ করতে পারে, সে সম্ভাবনার কথাও তিনি বলেছেন।

One Response

  1. Unknown March 18, 2022

Leave a Reply

x