বন্ধ হচ্ছে ফেসবুক গ্রুপ
বর্তমানে Facebook ছাড়া অচল সামাজিক যোগাযোগ মাধ্যম। ইতিমধ্যে ফেসবুকের ব্যবহার করেন প্রায় ২৫০ কোটি। যার মধ্যে প্রতিদিন সারাবিশ্বে প্রায় ১৭৫ কোটি লোক ফেইজবুক ব্যবহার করেন। অন্যদিকে শুধু বাংলাদেশে থেকে ফেজবুক ব্যবহার করেন প্রায় ৪ কোটি লোক। ফেজবুক ও প্রতিদিন নতুন নতুন সব আপডেট নিয়ে আসচ্ছে যা দেখে ব্যবহারকারী সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ফেসবুকের নতুন আপডেটের পর ডিজেবল হচ্ছে অনেক ফেজবুক গুরুপ। ডিজেবল হওয়া গ্রুপগুলোর মধ্যে হচ্ছে Science Bee, AMD Ryzen Enthusiasts Bangladesh, Food Bloggers ও Petuk Couple, সাধারণত ফেসবুক গুরুপে পোষ্ট কৃত ছবি বা ভিডিওতে কিছু ফেক আইডি থেকে রিপোর্ট করা হচ্ছে যার কারনে এইসব গুরুপ গুলো ডিজেবল হচ্ছে।
বাংলাদেশ সাইবার ৭১ এর অ্যাডমিনিস্ট্রেটর আব্দুল্লাহ আল জাবের বলেন, ক্রমাগত অ্যাডমিনদের পোষ্টে রিপোর্ট করলে ফেসবুক সিকিউরিটি বট community violation এ ধরে ফেসবুক গ্রুপসহ ডিজেবল করে দিচ্ছে। আর এই সব হচ্ছে ফেসবুকের নতুন আপডেটের কারণে প্রচুর Community বন্ধ হয়ে যাচ্ছে এবং কুচক্রী মহল এটার অপব্যবহার করছে।
তিনি আরো বলেন, এই বিড়ম্বনায় আমরা quick action হিসেবে ফেসবুক কর্তৃপক্ষকে আমরা বিষয়টি সম্পর্কে অবহিত করেছি এবং রিমুভ হয়ে যাওয়া গ্রুপ গুলো পুনরুদ্ধার করার জন্য victim group admin দের পক্ষ থেকে আবেদন করেছি।