বাংলাদেশের বাজারে আসচ্ছে Moto G 5G,স্মার্টফোনের ফিচারগুলি দেখে নিন
Moto G 5G ফোনটি ইউরোপে লঞ্চ হয়েছে। এক বিবৃতিতে Motorola-র জানিয়েছেন Moto G9 Power সহ এই Moto G 5G ইউরোপের বাজারে লঞ্চ করেছেন তারা। Moto G 5G দৈর্ঘ্য-প্রস্থে 166 mm x76mm x 10mm। ফোনের ওজন 212 গ্রাম। ফোনটি বর্তমানে ইউরোপে লঞ্চ করা হয়েছে। Motorola-র বলেন দ্রূত আমরা বাংলাদেশসহ অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে এই ফোন।
ফোনটি তে কি কি আছে একনজরে দেখে নিন..
ফোনটিতে আছে,
8GB + 64GB স্টোরেজ, ফোনটিতে ইউরোপে ২৯৯.৯৯ EUR তে পাওয়া যাচ্ছে। ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে ২৬,৭০০ টাকায়, জানিয়েছেন কর্তৃপক্ষ ।
এছাড়াও Moto G 5G ফোনের ডিসপ্লে 6.7 ইঞ্চি। HD+ ডিসপ্লে। স্ক্রিনের রেজোলিউশন 1,080✘2,400 পিক্সেল ডেনসিটি 394 ppi। এছাড়াও ফোনটিতে আছে Qualcomm Snapdragon 750G।
Moto G 5G ফোনের ক্যামেরা পারফরম্যান্স ও অনেক ভালো ফোনের পিছনে থাকছে ৩টি সেন্সর ক্যামেরা। একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। অবাক করা বিষয় হলো ফোনটিতে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফোনের ব্যাটারি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারন Moto G 5G স্মার্টফোনে থাকছে 5,000mAh ব্যাটারি। এবং 20w ফাস্ট চার্জিং।
Moto G 5G ফোনটি নিয়ে BD TECH NEWS এর মতামত হলো, আমরা মনে করি এই ফোনটি তে যে সুবিধা গুলো পাবেন মুটামুটি খারাপ না, সব কিছু ঠিক আছে, যদি আপনি গেমস খেলার চিন্তা করেন তাহলে ফোনটি তেমন সার্ভিস দিবে না, তাই অপেক্ষা করুন আর বাংলাদেশের বাজারে ফোনটি আসলে দেখে কিন্তে পারেন।
খুব ভালো হয়েছে।