বাজারে এল Nokia 2.4 ফোনটি একবার চার্জেই ফোন চলবে দু’দিন !

বাজারে এল Nokia 2.4 ফোনটি একবার চার্জেই ফোন চলবে দু’দিন !



   দেশের বাজারে Nokia-2.4 ফোনটি পাওয়া যাচ্ছে আজ থেকে,  কিন্তু Nokia ফোনটি ইউরোপে লঞ্জ করছে মাস দেড়এক আগে। ফোনটি একবার ফুল চার্জেই ফোন চলবে দু’দিন ! আর ৫০% চার্জে প্রায় দেড় দিন পর্যন্ত চলতে পারবেন। ফোনটির দাম ১৩,০০০ হাজার টাকা।


চলুন একনজরে দেখে আসি ফোনটিতে কি কি থাকচ্ছে Nokia 2.4


Nokia 2.4 পারফরম্যান্স



ফোনটিতে আছে ডুয়াল সিম,অ্যান্ড্রয়েড ভার্সন 10 এছাড়া ফোনটিতে আছে octa-core Media Tek Helio P22 SoC এবং ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে। Nokia 2.4 Display 720×1600 pixels। RAM: 2GB + ROM: 32GB, micro SD কার্ড দিয়ে 512 GB পর্যন্ত সার্পোট করবে।


Nokia 2.4 কানেক্টিভিটি

Wi-Fi, Bluetooth, GPS/A-GPS ও মাইক্রো USB, 3.5 mm হেডফোন জ্যাক। থাকছে 4G LTE,   কানেক্টিভিটি অপশন।


Nokia 2.4 ক্যামেরা

ফোনে থাকছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। 8 মেইন ক্যামেরা MP, f/2.0, (wide), AF
2 MP, (depth) ভিভি রেকর্ডিং 1080p @30fps, 1920×1080 pixels, সেলফি ক্যামেরা রয়েছে 5 MP, f/2.4।


Nokia 2.4 ব্যাটারি

ফোনটিতে থাকছে 4,500 mah ব্যাটারি। ফোনটি ফুল চার্জ দিলে ২দিন পর্যন্ত চালাতে পারবেন। কিন্তু ফোনটি ফুল চার্জ হতে ৩/৪ ঘন্টা সময় লাগবে।

Leave a Reply

x