সেকেন্ডে ৩১৯ টেরাবাইট স্পিডে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট রেকর্ড করেন জাপান

সেকেন্ডে ৩১৯ টেরাবাইট স্পিডে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট রেকর্ড করেন জাপান


বিশ্বে দিন যত যাচ্ছে ইন্টারনেটের পরিষেবা ও নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের কারনে বিশ্বে শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহরে দ্রুতগতির অন্তর্জাল পরিষেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।


সেকেন্ডে ৩১৯ টেরাবাইট স্পিডে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট রেকর্ড করেন জাপান


তবে সাধারণ মানুষ যে গতিবেগ পান তা কখনো সবোর্চ্চ গতি না সেটা আমাদের মনে রাখতে হবে। 
তবে পৃথীবিতে এই প্রথম জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি’র (NICT) কয়েকজন গবেষক সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের আস্বাদ পেয়েছেন। অনেকদিন ধরে টানা পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে তারা সাফল্য লাভ করেন। নয়া ফাইবার অপটিক ব্রডব্যান্ড কেবল এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা ৩১৯ টেরাবাইট প্রতি সেকেন্ডের (Tbps) অভূতপূর্ব গতিতে ইন্টারনেট ব্যবহারের নজির গড়েছেন!

আর তা যে এত অল্প সময়ে নতুন বিশ্বরেকর্ডের করেন । এর আগে বিশ্বের সর্বাধিক দ্রুততার ইন্টারনেট গতিবেগ ছিল ১৭৮ টিবিপিএস (Tbps)। অর্থাৎ সাম্প্রতিক গবেষণাকারীরা পূর্বের রেকর্ডের প্রায় দ্বিগুণ গতিতে ইন্টারনেট ব্যবহার করে সকলকে চমকে দিয়েছেন।

Leave a Reply

x