৫টি Apps থেকে ইনকাম করার বিশাল সুযোগ | Earn Money Online Without Investment

৫টি Apps থেকে ইনকাম করার বিশাল সুযোগ | Earn Money Online Without Investment


৫টি Apps থেকে ইনকাম করার বিশাল সুযোগ | Earn Money Online Without Investment


অনলাইনে টাকা আয় করার জন্য মানুষগুণ অ্যাপস Apps এর প্রতি কতটা আকর্ষিত। এখানে ছাত্রদের জন্য ১০টি উপকারী অ্যাপস এর নাম সহ বর্ণনা করা হয়েছে, যেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারা যায়।

চলুন সেই মোবাইল অ্যাপস mobile apps গুলোর সাথে প্রথমে পরিচিত হই। টাকা আয় করার apps হলো-

Pocket Money
Meesho App
Picxele
Cash Buddy
TaskBucks

মূলত আজকের আর্টিকেলে আমরা উপরোক্ত অ্যাপসগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করবো। তবে আমি পূর্বেই বলে রেখেছি, এগুলো হলো থার্ড পার্টি জাতীয় অ্যাপস। যেকোনো সময় হাওয়া হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। অ্যাপসগুলো সম্পর্কে ডিটেইলস জানা যাক।

Pocket Money ‍apps

Pocket Money apps টি হলো টাকা আয়ের বেশ জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ( Android apps).। বর্তমানে এটি প্লে স্টোরে প্রচুর ডাউনলোড হচ্ছে এটি। প্রায় ১ মিলিয়ন ডাউনলোড সম্পূর্ণ হয়েছে এবং ডে বাই ডে এর ডাউনলোড বা ইউজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে এটির ইউজার রেটিং হলো ৪.৬!

Pocket Money Apps দ্ধারা টাকা আয় করার উপায়:

Pocket Money apps তে রয়েছে ভিন্ন ভিন্ন অনেক ধরনের মোবাইল অ্যাপস। ঐ সকল অ্যাপস আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে করতে পারেন টাকা আয়।
এছাড়াও টাকা ইনকাম করার apps হিসেবে Pocket Money apps টিতে Game খেলা খেলেও টাকা আয় করা সম্ভব। সেই গেমসটির নাম হলো Tombola Game. এই গেইমসটি খেলে প্রচুর টাকা আয় করতে পারেন।

এই অ্যাপসে আপনি সার্ভে করেও আয় করতে পারেন। United Survey সহ নানা রকম সার্ভে করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। যা দ্ধারা আপনি টাকা আয় করতে পারেন।

এছাড়ও আপনি যদি অন্য কাউকে Pocket Money apps টি ব্যবহার করার জন্য উৎসাহিত করে ডাউনলোড করাতে পারেন, তাহলেও আপনি ইনকাম করতে পারেন। এই ক্ষেত্রে দিনে আপনি সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত টাকা আয় করতে পারেন।

প্রতি সপ্তাহে সপ্তাহে তাদের অ্যাপসসে থাকে Weekly contest নামকে প্রোগ্রাম। সেই contest গুলোতে অংশগ্রহণ করে জিতে আয় করতে পারেন টাকা।

Meesho App

Meesho App হলো অনলাইনে ইনকাম করার অন্যতম একটি অ্যাপস ( Online income apps ). এই অ্যাপসটির মাধ্যমে আপনি ঘরে বসেই টাকা আয় করতে পারেন। কিন্তু কিভাবে? ভিন্ন ভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেল দিয়ে আপনিও আয় করতে পারেন। Meesho App হলো মূলত টাকা আয় করার একটি রিসেলার মাধ্যম। আপনি কোনো একটি প্রোডাক্টকে পরোক্ষভাবে রিসেল করে টাকা ইনকাম করতে পারেন। Meesho App টিতে টাকা আয়ের কোনো রকম লিমিটেশন নেই। আপনি যত প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, ততো ইনকাম করতে পারবেন। মূলত সকল ধরনের Clothing Products গুলো এখান থেকে বিক্রি করতে পারবেন। যেমন Suits, Kurta, Ladies Tops, Sarees, Hair clips সহ ইত্যাদি। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে Meesho App দ্ধারা টাকা আয় করবো? কোনো ওয়েতে?

Meesho App দ্ধারা টাকা আয় করার উপায়:

প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে – Firstly you have to download Meesho App from Google Play Store.

এবার তাদের সেখানে একটি একাউন্ট খুলতে হবে। অ্যাপসটি ইনস্টল করে সেখানে একটি একাউন্ট তৈরি করুন।
আপনি অ্যাপসটি ওপেন করলে দেখবেন সেখানে অনেকগুলো প্রোডাক্ট শো করছে। সেখান থেকে আপনি আপনার পছন্দনুযায়ী সবচেয় সেরা প্রোডাক্টগুলো চয়েজ করবেন। এবার চয়েজকৃত প্রোডাক্টগুলোকে আপনি যে দামে বিক্রি করতে চান, সে দামটি ঠিক করে প্রোডাক্টের লিংক তৈরি করুন।
এখন আপনার কাজ হচ্ছে সেই লিংটির মার্কেটিং করা অর্থাৎ প্রচার করা। আপনি ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সেই লিংকটিকে রেফারিং লিংক হিসেবে প্রচার করতে পারেন।

তখন সেই লিংকে ক্লিক করে যখন ক্রেতারা সেই প্রোডাক্টটি ক্রয় করবে তখন Meesho App এর কর্তৃপক্ষ আসল দামটি রেখে বাকি লাভাংশ আপনাকে দিয়ে দিবে। মূলত এভাবেই রিসেলের মাধ্যমে Meesho App থেকে টাকা আয় করা যায়।

Picxele  ‍apps

Picxele apps এর মাধ্যমে অনেক কিছু করা যায়। আপনাদের ইচ্ছানুযায়ী এখান থেকে বিভিন্ন পার্টটাইম ইন্টারশিপ, Brand Campaigns, Influencer marketing সঙ্গে কাজ করে টাকা আর্নিং করতে পারবেন।

এছাড়া এখানে বিভিন্ন টাস্ক করার পরিবর্তে ফেভারিট স্টোর থেকে ক্রয় করে ক্যাশব্যাক পাওয়া যায়। পেমেন্ট আপনি নিজের ব্যাঙ্ক বা paytm এ redeem করেনিতে পারবেন।

Cash Buddy ‍apps

Cash Buddy হলো অনলাইনে টাকা আয় করার আরেকটি মোবাইল অ্যাপস। Cash Buddy মাধ্যমে টাকা আয় করা মোটামোটি পূর্বের অ্যাপসগুলোর মতোই। মূলত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলোর মতোই Cash Buddy appsটি। এই অ্যাপসটি থেকে টাকা আয় করতে পারেন। সেই কাজগুলো হলো-

sharing pics & gifs
installing & registering free android apps
game
invite
online shopping
website ইত্যাদি।

কেউ যদি এখান থেকে শপিং করে তাহলে সে প্রচুর পরিমাণে ক্যাশ ব্যাক পাবে। এছাড়াও আপনি আপনার বন্ধুমহলকে ইনভাইট করে টাকা আয় করতে পারেন। সাধারণত কাউকে রেফার করলে সেখান থেকে বেশ ভালো পরিমাণ একটি ইনকাম জেনারেট করতে পারবেন। তাই টাকা ইনকাম করার অ্যাপস হিসেবে এটি বেশ ভালো একটি অ্যাপস।

TaskBucks apps

বর্তমানে Google Play Store এ TaskBucks apps এর রেটিং অনেক ভালো এবং ডাউনলোডও হয়েছে ব্যাপক। মোটামোটি প্লে স্টোরের দিকে নজর দিলেই বোঝা যায় যে, টাকা আয়ের কিছুটা হলেও বিশস্ত একটি অ্যাপস হলো এটি। এখানে ভিন্ন ভিন্ন উপায়ে টাকা আয় করতে পারেন। এটি হলো best online income apps. তাই দিন দিন এর চাহিদা বাড়ছে। TaskBucks ‍অ্যপস থেকে টাকা ইনকাম করার উপায়গুলো হলো-

Quiz খেলে টাকা আয়

ভিন্ন ভিন্ন টাস্ক রয়েছে। সেগুলো সম্পূর্ণ করার মাধ্যমে টাকা আয়
বন্ধু বা কমিউনিটির কাউকে ইনভাইট invite করার মাধ্যমে টাকা আয়

অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড Android Apps download করে টাকা আয় করা যায়।

Leave a Reply

x