৬৪ জিবি মেমোরি ও ৫০০০ mAh ব্যাটারির নিয়ে লঞ্চ হল Tecno Spark 8

 

৬৪ জিবি মেমোরি ও ৫০০০ mAh ব্যাটারির নিয়ে লঞ্চ হল Tecno Spark 8

Tecno এপ্রিলে লঞ্চ করা Spark 7 বাজেট স্মার্টফোনের সাক্সেসর মডেল নিয়ে এল Tecno Spark 8 নামের এই স্মার্টফোনটি আপাতত নাইজেরিয়ায় লঞ্চ করেছে চীনের Transsion Holdings-এর শাখা সংস্থা Tecno। সস্তায় চমৎকার ফিচার দেওয়ার জন্য নাইজেরিয়ান মার্কেটে ভাল দাপট রয়েছে টেকনোর। তাই নিম্নবিত্তের বাজেটের কথা মাথায় রেখে সে দেশে লঞ্চ করা হল Tecno Spark 8। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, শক্তিশালী ব্যাটারি ও এইচডি প্লাস ডিসপ্লে।

Techno Spark 8 দাম

টেকনো স্পার্ক ৮ ফোনের দাম রাখা হয়েছে ৫৫,০০০ নাইজেরিয়ান নাইরা, বাংলা টাকায় যা ১০,১০০ টাকার সমান। এই মূল্য ফোনটির ২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। বিশ্বের অন্যান্য দেশে কবে ফোনটি লঞ্চ করা হবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

Techno Spark 8 স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ৮ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। যা ৭২০x১৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিসপ্লের ওয়াটারড্রপ নচের মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর দ্বারা চালিত টেকনো স্পার্ক ৮ ফোনে আছে ২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

Techno Spark 8-এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। একটি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং অপরটি QVGA লেন্স৷ ক্যামেরার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাক প্যানেলটিতে।

Techno Spark 8-এ দুর্দান্ত ব্যাকআপ দেওয়ার জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে৷ অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করবে এই স্মার্টফোন।

Leave a Reply

x