Apple-এর M1 প্রসেসরের ১৩ ইঞ্চির MacBook Air এবং MacBook Pro দাম কত

Apple-এর M1 প্রসেসরের ১৩ ইঞ্চির MacBook Air এবং MacBook Pro দাম কত



  Apple নতুন MacBook Air এবং MacBook Pro লঞ্চ হয়েছে গতকাল। চলুন একনজরে দেখে আসি কি MacBook Air এবং MacBook Pro ফিউচার ও দাম কত ?

Apple- MacBook Air টি ১৩ইঞ্চি,
8GB RAM এবং 256GB স্টোরেজ এর দাম ১,৩২,৯০০ বাংলার টাকা।

Apple- MacBook Pro টি ১৩ইঞ্চি, 

16GB RAM এবং 256GB স্টোরেজ এর দাম১,৫২,৯০০ বাংলার টাকা।


  Apple এই MacBook Pro-তে তাদের নিজেদের  octa-core M1 প্রসেসর লাগিয়েছেন এই প্রথম। এবং MacBook Pro-তে রয়েছে 8-core GPU ও 16-core নিউরাল ইঞ্জিন। MacBook Air ১৩ ইঞ্চি ডিসপ্লে, 8-core CPU এবং ২,৫৬০ X১,৬০০ পিক্সেল। এটি একবার চার্জ দিলে অনাহাসে ২০ ঘন্টা চলতে পারে। 

Leave a Reply

x