Facebook আইডি হ্যাক হলে, কী করবেন?
সারা বিশ্বের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Facebook । Facebook কর্মকর্তা থেকে শুরু করে একজন নির্মআয়ের ব্যক্তি পর্যন্ত পরিচালিত হচ্ছে। আর এই Facebook নিয়ে জামেলার কোন শেষ নাই, বর্তমানে সারা বিশ্বে প্রতিদিন প্রায় কয়েক হাজার Facebook আইডি হ্যাকিং হচ্ছে তা বলার বাইরে।
বিশেষ করে Facebook Page, Facebook Profile বেশি হ্যাক হচ্ছে। সেলেব্রিটি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীক, কিনবা বাংলাদেশের বড় বড় হুজুরা হ্যাকিংয়ের শিকার হয়। ফলে আইডি থেকে প্রাপ্ত পার্সোনাল ছবি এবং তথ্য থেকে ঘটে বিপত্তি।
Facebook আইডি হ্যাক হওয়া মাত্রই কী কী করবেন জেনে নিনি।
প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন। তারপরে my account is compromised এই অপশনে ক্লিক করুন তারপরে আপনার Facebook একাউন্ট খুলতে যে Gmail বা মোবাইল নাম্বাটি দিছেন সেটি দেন।
যদি আপনার GMail বা মোবাইল নাম্বার দিলে আপনার Facbook একাউন্টি শো হবে। এরপরে আপনার পাসওয়ার্ড দিতে বলবে; পাসওয়ার্ডটি দিয়ে “Continue” করুন।
হ্যাকার যদি আপনার সব কিছু পরির্বতন না কনে তাহলে এভাবেই অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।
thanks vai