Gmail একাউন্ট ২বছর ব্যবহার না করলে অটোমেটিক ডিলেট হয়ে যাবে..

Gmail একাউন্ট ২বছর ব্যবহার না করলে, অটোমেকিট ডিলেট হয়ে যাবে..



  ২০২১ সালের ১ জুন থেকে কার্যকর হবে এই আপডেট। Google জানিয়েছেন যে যদি কোন Gmail একাউন্ট ২ বছরের মধ্য কোন দরনের অ্যাক্টিভ না থাকেন, তা হলে Google কর্তৃপক্ষ  অ্যাকাউন্ট তথা প্রােডাক্টের কনটেন্ট মুছে ফেলবে বলে জানিয়েছেন। 


Google আরো জানিয়েছেন, যে Google Drive, Google Docs, Google Sheets, Google Slides,  Google Drawings, কিনবা, Google Forms, Google File, এ সব কিছুতেই একই নিয়ম ২ বছর ব্যবহার না করলে সেই অ্যাকাউন্টে ঢুকে সমস্ত তথ্য ডিলিট করা হবে,  এবং যদি কোন গ্রাহক দীর্ঘ দিন একাউন্টে ইনঅ্যাক্টিভ থাকেন, তা হলেও একই নিয়ম হবে।

Leave a Reply

x