GMail পাসওয়ার্ড মনে নাই, কি করবেন ?

GMail পাসওয়ার্ড মনে নাই, কি করবেন ? 

   GMail পাসওয়ার্ড ভুলে গেলেও এমন কিছু টিপস আছে, যেই টিপস গুলো কাজে লাগালে অনাহাসে আপনার GMail লগইন করতে পারবেন।


কি করলে GMail ফিরে পাবেন জেনে নিন এক জলকে:- 


GMail পেইজে লগ ইন এর নিচে (Forgot password) অপশনে ক্লিক করুন।
তারপরে যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাই (Try another way) অপশনে ক্লিক করুন।



আপনার GMail অ্যাকাউন্টি খুলার সময় যে নাম্বার টি দিছেন সেটাতে ভেরিফিকেশন কোড পাঠানোর কথা বলবে।



অথবা,  GMail খোলার সময় যে রি-ইকভার GMail দিয়েছিলেন সেটাতে ভেরিফিকেশন কোড পাঠান, যদি না দিয়ে থাকেন তাহলে (Try another way) অপশনে ক্লিক করুন।



তারপরে আপনি আপনার অন্য একটি GMail দেন যেটা আপনার মোবাইলে লগ-ইন করা আছে, দেওয়ার পরে আপনার GMail একটি কোড যাবে কোডটি বসিয়ে দিন। 


তার পরে নতুন পাসওয়ার্ড দিয়েদিন,  উদ্ধার করতে পারবেন। এভাবেই আপনি আপনার GMail অ্যাকাউন্টি আবার ফিরে পাবেন।

Leave a Reply

x