Instagram নতুন ফিউচা অডিও কী ভাবে সেভ ও শেয়ার করবেন?
Instagram গ্রাহকরা এবার নতুন এক ফিউচার ব্যবহার করতে পারবেন। সেটি হচ্ছে Instagram Reel-এ অডিও। আর এই অডিও কিভাবে সেভ করবেন, কিনবা শেয়ারও করতে পারবেন। Instagram কর্তৃপক্ষ জানিয়েছেন,
তিনি আরো বলেন, Instagram পোস্ট যে ভাবে ডিরেক্ট মেসেজ হিসেবে শেয়ার করেন, ঠিক সে ভাবেই এই অডিও সেভা বা শেয়ার করতে পারবেন আপনার প্রিয় জনের কাছে।
কি ভাবে অডিও Save বা Share করবেন…
১) আপনি যে অডিও টি শেয়ার করতে চান তা ওপেন করুন, তারপরে বামদিকে নিচে Audio দেখছেন সেখানে ক্লিক করুন, তার পরে আপনাকে সরাসরি অডিওর মূল পেইজে নিয়ে যাবে।
২) এর পরে উপরের ডানদিকে আপনি Save এবং Share আইকনটি দেখতে পারবেন।
৩) তারপর অডিও রিলের ডান দিকে থ্রি ডট আইকনে ক্লিক করুন সেখানেই অডিও Save এবং শেয়ার কারা অপশান পাবেন।
Save করার পরে যদি অডিও টি দেখতে চান তাহলে, আপনার Instagram মিউজিক অপশানে যান সেখানে উপরে For You তে আপনি পেয়ে জাবেন। তাই দেরি না করে আপনার Instagram Apps টি আপডেট দিয়ে সুবিধাটি উপভোগ করুন।
👍👍👍👍👍👍