REALME আনছে ONEPLUS-এর মতো অ্যালার্ট স্লাইডার ফোন,
রিয়েলমি চলতি বছরে একের পর এক নতুন ডিভাইস অনুরাগীদের উপহার দিয়ে চলেছে। গত মাসেই বাজারে পা রেখেছে Realme 9 Pro সিরিজটি লঞ্চ করেছে। কিছুদিনের মধ্যেই Realme 9 সিরিজটিও বাজারে পা রাখতে চলেছে। আর এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে চীনা সংস্থাটি তাদের আরও একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে, যেটিতে থাকবে ওয়ানপ্লাস (OnePlus) ফোনের মতো অ্যালার্ট স্লাইডার।
Realme- এর নতুন ফোনে থাকবে OnePlus- এর অ্যালার্ট স্লাইডার
মাইস্মার্টপ্রাইস- এর নতুন রিপোর্ট অনুযায়ী, টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, রিয়েলমি অ্যালার্ট স্লাইডার সহ তাদের একটি নতুন ডিভাইসের ওপর কাজ করছেন। তিনি আরও বলেছেন যে, এই ডিভাইসটি চলতি বছরের এপ্রিল মাসেই আত্মপ্রকাশ করতে পারে। জানিয়ে রাখি, অ্যালার্ট স্লাইডার হল একটি ফিজিক্যাল স্লাইডার যা ব্যবহারকারীদের আইফোনের মতো রিঙ্গার এবং ভাইব্রেট মোডের মধ্যে সুইচগুলি পরিবর্তন করতে দেয়। অ্যান্ড্রয়েড স্পেসে, এই ফিচারটি ওয়ানপ্লাসের দ্বারা জনপ্রিয় করা হয়েছে এবং এটি সংস্থার প্রায় সমস্ত স্মার্টফোনেই দেখতে পাওয়া যায়।
প্রসঙ্গত, রিয়েলমির ফোনে এই ফিচারটির আগমন খুব একটা আশ্চর্যের বিষয় নয়, কারণ রিয়েলমি এবং ওয়ানপ্লাস উভয়ই ব্র্যান্ডই চীনের বিবিকে ইলেকট্রনিক্স (BBK Electronics) গ্রুপের অধীনে রয়েছে এবং আমরা জানি, বিবিকে ইলেকট্রনিক্সের অধীনস্থ কোম্পানিগুলি প্রায়ই তাদের প্রযুক্তি শেয়ার করে থাকে। যেমন ওয়ানপ্লাস এবং ওপ্পো তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইসে একই কোডবেস এবং হ্যাসেলব্লাড ক্যামেরা টিউনিং শেয়ার করে।
এছাড়া, অ্যালার্ট স্লাইডার যুক্ত রিয়েলমি স্মার্টফোনটিতে অন্যান্য কী কী ফিচার থাকবে এবং এর দাম কত রাখা হবে তাই এখন দেখার। উল্লেখযোগ্য ভাবে, ওয়ানপ্লাস তাদের OnePlus Nord CE সিরিজের ডিভাইসে কোনো অ্যালার্ট স্লাইডার প্রদান করেনি, যেমন সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus Nord CE 2 5G। ভারতের বাজারে এই ফোনটির দাম ২৩,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। তাই, যদি রিয়েলমি তাদের আসন্ন স্মার্টফোনটি ওয়ানপ্লাসের Nord CE 2 ফোনটির মতই স্পেসিফিকেশন এবং এর কাছাকাছি মূল্যে বাজারে লঞ্চ করে, তবে সংস্থাটি ওয়ানপ্লাসের কিছু গ্রাহকদেরও তাদের দিকে আকৃষ্ট করতে সক্ষম হতে পারে।
অন্যদিকে, দামের সাথে তুলনা করলে, রিয়েলমি বর্তমানে ২৪,৯৯৯ টাকায় Realme 9 Pro+ বাজারে উপলব্ধ। ডিভাইসটিতে ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এই হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ দ্বারা চালিত এবং এতে সর্বাধিক ৮ জিবি এলইডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.১ স্টোরেজ পাওয়া যায়।
এছাড়া, Realme 9 Pro+-এর ব্যাক প্যানেলে অবস্থিত ক্যামেরা আইল্যান্ডে অপটিক্যাল ইমেজ স্ট্যাবেলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে। সেলফির জন্য, এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Realme 9 Pro+ ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।