Royal Enfield, Toyota, এবং Oben Rorr, 15 মার্চ তিনটি মোটরসাইকেল লঞ্চ, জেনে নিন বিস্তারিত
১৫ মার্চ যত কাছে আসছে, ততই বেড়ে যাচ্ছে উত্তাপ৷ পরিবেশের সাথে অবশ্য এর কোনও সম্পর্ক নেই৷ আসলে সে দিন গাড়ির জগতে তিন তিনটি ব্লকবাস্টার লঞ্চ অপেক্ষা করছে৷
মার্চের ১৫ তারিখ দেশে আত্মপ্রকাশ ঘটবে Toyota Glanza-র 2022 সংস্করণ এবং Royal Enfield Scram 411৷ এই চার এবং দু’চাকা গাড়ি প্রথাগত জ্বালানির৷
তবে তৃতীয়টি হল Oben Rorr৷ বেঙ্গালুরুর স্টার্টআপ Oben Electric-এর প্রথম ব্যাটারিচালিত মোটরবাইক৷ প্রতিটির সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা রইল
2022 Toyota Glanza
১৫ মার্চ বাজারে লঞ্চ হতে চলেছে ২০২২ টয়োটা গ্লাঞ্জা (2022 Toyota Glanza) ফেসলিফ্ট। সম্প্রতি এদেশে লঞ্চ হওয়া Maruti Suzuki Baleno-র রিব্যাজড ভার্সন এটি। অর্থাৎ ব্যালেনোর সাথে গ্লাঞ্জা-র বহুলাংশে মিল থাকবে।
ফিচারের মধ্যে এতে দেখা মিলবে হেড-আপ-ডিসপ্লে, ৩৬০ ডিগ্রী ক্যামেরা এবং অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সাপোর্ট সহ নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম।
ইতিমধ্যেই গাড়িটির বুকিং নেওয়া শুরু করে দিয়েছে টয়োটা৷ Baleno-র মতো Glanza কে-সিরিজ ইঞ্জিন-সহ আসবে, যা থেকে ৮৯ পিএস শক্তি পাওয়া যাবে।
এটি ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ট্রান্সমিশনের বিকল্পেই মিলবে। আবার ৬ টি এয়ারব্যাগ সহ আসতে চলেছে গাড়িটি।
Royal Enfield Scram 411
রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ (Royal Enfield Scram 411) ও ইদিন অর্থাৎ ১৫ মার্চ বাজারে পা রাখতে চলেছে।
রয়্যাল এনফিল্ড হিমালায়ান (Royal Enfield Himalayan) অ্যাডভেঞ্চার বাইকের অন-রোদ ভার্সন হিসেবে আসবে এটি। অ্যাডভেঞ্চার বাইকের স্বাদও এই স্ক্র্যাম্বলার মোটরসাইকেলটিতেও পাওয়া যাবে বলে দাবি করেছে চেন্নাইয়ের সংস্থাটি। এর সামনের চাকায় ১৯ ইঞ্চি হুইল দেওয়া হয়েছে, যেখানে হিমালায়ান-এ আছে ২১ ইঞ্চি হুইল।
তবে হিমালায়ানের ইঞ্জিনটি Scram 411-তেও ব্যবহার করা হয়েছে। এর ৪১১ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ২৪.৩ বিএসপি শক্তি পাওয়া যেতে পারে।
Oben Rorr
১৫ মার্চ বাজারে ওবেন রর (Oben Rorr) ইলেকট্রিক বাইকটিও লঞ্চ হতে চলেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মোটরসাইকেলটির ডেলিভারি এপ্রিল-জুন থেকে শুরু হবে বলে সংস্থা সূত্রে খবর।
এর ফিচারের তালিকায় রয়েছে স্লিক এলইডি ইন্ডিকেটর, গোলাকৃতি হেডলাইট, স্প্লিট-স্টাইল সিট, টু-পিস পিলিয়ন গ্র্যাবরেল এবং বৃহৎ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। নিও-রেট্রো বাইকটি একচার্জে ২০০ কিমি চলবে৷ আবার এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ কিমি।