WhatsApp-এ নতুন ফিচার, ৭দিন পর পর উড়ে যাবে মেসেজ
চমকের পর চমক নিয়ে হাজির হন WhataApp। কিছু দিন আগেও তারা চ্যাট মিউট নামে নতুন ফিচার এনেছিল। এখন নতুন করে আবাবও নতুন এক ফিচার আনছেন WhatsApp।
নতুন ফিচারের নাম Disappearing Messages যত দ্রূত সম্বব তারা এই ফিচারটি এনেবল করে দিবে বলে জানিয়েছেন। আর এই ফিচারটি এনেবল হলে প্রতি ৭দিন পর পরই ইনডিভিজুয়াল বা গ্রুপ চ্যাটে সকল SMS বা ছবি বা ভিডিওর গুলি অদৃশ্য হয়ে যাবে। whatsApp জানিয়েছেন সব ভার্সনেই এই ফিচারটি এনেবল হবে।
ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে ব্যবহারকারীরা এই Disappearing Messages ফিচার অন রাখতে পারেন। আবার না চাইলে অফ করে দিতেও পারেন। তবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে বিষয়টি একই নয়। এখানে শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনই অন বা অফ করে রাখতে পারবেন বলে জানিয়েছেন WhatsApp।
এদিখে, গত বছর অ্যান্ড্রয়েডের WhatsApp beta version 2.19.275-এ চালু করছেন। তবে এই নতুন Disappearing Messages ফিচার। কবে থেকে গ্রাহকরা পাবেন তা এখনো জানা যায় নি।
👍👍👍👍